বছরের শেষ ছুটিবারেও ভোগান্তি চরমে ! মেট্রো ব্লু লাইনে বিপর্যস্ত পরিষেবা – যাত্রীদের বার করা হল লাইন দিয়ে হাঁটিয়ে !

কলকাতা,২৮ ডিসেম্বর :

বছরের শেষ ছুটিবারেও কলকাতার যাত্রী পরিবহনের ভরকেন্দ্র মেট্রোয় চরম ভোগান্তি। টালিগঞ্জ স্টেশন পেরোতেই থমকাল রেক, লাইন দিয়ে হাঁটিয়ে বার করা হল যাত্রীদের ! ব্লু লাইনে পরিষেবা বিপর্যস্ত ! বছর শেষেও পুরোনো রোগেই আক্রান্ত কলকাতা মেট্রো । আবারও সেই ব্লু লাইন সমস্যা। বছরের শেষ রবিবার ছুটির মেজাজে রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তির মুখে জনতা । রবিবার সকালে মহানায়ক উত্তমকুমার স্টেশন পেরোনোর পরই আচমকা বিকল হয়ে যায় একটি রেক। এর ফলে বিপর্যস্ত ব্লু লাইনের পরিষেবা।ব্যাপক সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। ভাঙা পথে মেট্রো সচল থাকলেও সেখানেও মেট্রো চলছে ধীরে ,এমনটাই যাত্রীদের অভিযোগ।

জানা গিয়েছে, এ দিন সকালে শাহিদ ক্ষুদিরাম স্টেশনমুখী একটি রেক মহানায়ক উত্তমকুমার স্টেশন পেরোতেই থমকে যায়। যাত্রীদের অভিযোগ, বন্ধ হয়ে যায় এসি। অন্ধকারে হাওয়া-বাতাসহীন রেকে দমবন্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। যান্ত্রিক ক্রুটির কারণে মেট্রোর আপতকালীন দরজাও প্রথমে খোলা যায়নি বলে অভিযোগ। পরে মেট্রোর সামনের দরজা খুলে যাত্রীদের নামিয়ে লাইন ধরে হাঁটিয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। জানা যাচ্ছে প্রায় ৪০ মিনিট ধরে মেট্রোর ভিতরে যাত্রীরা আটকে থাকলেও কোনও আপৎকালীন অ্যানাউন্সমেন্ট হয়নি।
শেষ খবর পাওয়া অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের বদলে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। ●

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *