যুগবীক্ষন ডিজিটাল নিউজ ডেস্ক :
Reported by : Tista Mondal ● Editing & Graphix : Laboni De

কলকাতা,৪ জানুয়ারি : ২০২৬ একাডেমিক ক্যালেন্ডার একাধিক নিয়ম জারি মধ্যশিক্ষা পর্ষদের! নতুন শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে শৃঙ্খলা ফেরাতে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত হল নতুন একাডেমিক ক্যালেন্ডার, যেখানে স্কুলের সময় , শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের আচরণ, পরীক্ষা এবং ছুটি সব দিকগুলি সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই নিয়মগুলি রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিকে মেনে চলতে হবে। এক ঝলকে দেখে নেওয়া যাক ২০২৬ একাডেমিক ক্যালেন্ডার:
নতুন শিক্ষাবর্ষে স্কুলের নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া হয়েছে, এগুলি হল:
•ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে সকাল ১০ঃ৩৫ মিনিটে।
•১০ঃ৪০ মিনিট থেকে ১০:৫০ মিনিট পর্যন্ত হবে পার্থনা।
- ক্লাস শুরু হবে সকাল ১০:৫০ মিনিটে।
- স্কুল ছুটি হবে বিকাল ৪:৩০ মিনিটে।
শিক্ষক-শিক্ষিকাদের জন্যও রয়েছে কড়া নিয়ম , এগুলি হল:
শিক্ষক-শিক্ষিকাদের সময়মতো স্কুলে পৌঁছতে হবে, এটি বাধ্যতামূলক করা হয়েছে। - সকল শিক্ষক-শিক্ষিকাকে ১০:৪০ মিনিটের মধ্যে প্রার্থনা সভায় হাজির থাকতে হবে।
- ১০ঃ৪০ এর পরে পৌঁছলে লেট ধরা হবে।
- অপরদিকে ১১:১৫ মিনিটের পরে স্কুলে উপস্থিত হলে, সেদিন অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
- সরকারি বিশেষ কোনোও কাজ না থাকলে বিকাল ৪ঃ৩০ মিনিটের আগে স্কুল ছাড়ার অনুমতি নেই।
- পড়ানোর সময় ক্লাসরুম বা ল্যাবে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
- পরীক্ষার সময় ইনভিজিলেটর থাকাকালীনও মোবাইল ব্যবহার নিষিদ্ধ।
- এছাড়া নিয়ম অনুযায়ী প্রাইভেট টিউশন পড়ানো যাবে না।
প্রধান শিক্ষকদের কি দায়িত্ব থাকবে:
পর্ষদের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ছাত্র-ছাত্রীদের কাছে সঠিকভাবে পৌঁছছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব থাকবে শিক্ষকদের উপর। স্কুল চত্বর তামাকমুক্ত রাখা। ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এই সবই প্রধান শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশ:
ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে পর্ষদ, এক্ষেত্রে স্কুলে মোবাইল বা স্মার্টফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদ্যালয় চত্বর পরিষ্কার রাখা এবং কোনরকম মারপিট বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
পরীক্ষা বিষয়ক নির্দেশ:
২০২৬ শিক্ষাবর্ষে তিনটি সামেটিভ পরীক্ষা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সামেটিভ পরীক্ষার সময় গুলি হল: - প্রথম সামেটিভ পরীক্ষা হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।
- এরপর দ্বিতীয় সামেটিভ হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে।
- তৃতীয় সামেটিভ পরীক্ষা হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।
- স্কুল খোলা এবং ছুটির দিন:
২০২৬-এ ৩৬৫ দিনের মধ্যে ৫২ টি রবিবার এবং ৬৫ টি সরকারি ছুটি বাদ দিয়ে স্কুল খোলা থাকবে ২৪৮ দিন।
এই সময়ের মধ্যে পরীক্ষা এবং অন্যান্য কাজের জন্য ৩০ দিন ধরা হয়েছে। সুতরাং, ক্লাস নেওয়ার জন্য শিক্ষকরা পাবেন মোট ২১৮ দিন। নতুন নিয়মের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুল গুলিকে ছাত্র-ছাত্রীদের জন্য পড়াশোনার পরিবেশ আরও সচ্ছল করে তুলতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।●