যুগবীক্ষন ডিজিটাল নিউজ ডেস্ক :
Reported by : Tista Mondal ● Editing & Graphix : Laboni De
কলকাতা,৭ জানুয়ারি :
১৩ বছরের রেকর্ড ভাঙা শীত কলকাতায়! সকাল থেকে বেলা গড়ালেও দেখা মিলছে না রৌদ্রের , ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ তার সঙ্গে সঙ্গী উত্তুরে হাওয়া হাঁড় কাঁপানো শীতের আভাস আগেই দিয়েছে। হুহু করে নামছে কলকাতার তাপমাত্রার পারদ।

সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস- এর ঘরে। আলিপুরে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল রেকর্ড ১০.২ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধুমাত্র শহরেই নয় শহরতলীতেও নামছে তাপমাত্রার পারদ। সোমবার রাতে কল্যাণীতে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে ছিল ৯ ডিগ্রী সেলসিয়াস। ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ৯.৫° সেলসিয়াস, দমদমের তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় এই হাঁড় কাঁপানো শীত ১৩ বছর পর আবার ফিরেছে, এর আগে কলকাতায় ১৮৯৯ সালে জানুয়ারিতে তাপমাত্রা নেমেছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। এরপর ২০০৩ সালে জানুয়ারিতেই শীতের প্রাদুর্ভাব ছিল ৯.৩° এর ঘরে। ২০১৩ সালে জানুয়ারিতে তাপমাত্রা দাঁড়িয়ে ছিল ৯.০° সেলসিয়াস, এরপর আবার নতুন বছরে ২০২৬ সালে জানুয়ারিতেই পুরানো দিনের খেলা দেখাতে শুরু করেছে শীত! হাঁড় কাঁপানো
এই শীতের পিছনে মূল কলকাঠিটি নাড়ছে উত্তুরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারতের সক্রিয় শুষ্ক শীতল বাতাসের কারণে ক্রমশ নামছে বাংলার তাপমাত্রার পারদ। গত কয়েকদিনে হুহু করে পারদ পতন ঘটেছে। বুধবার রাতে তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, বৃহস্পতিবার ১৩.১ ডিগ্রি, শুক্রবার ১৪.২ ডিগ্রি, শনিবার ১৫.২ ডিগ্রি, রবিবার ১২.৫ ডিগ্রি এবং সোমবার ২° পারদ পতনে সেটি এসে দাঁড়িয়ে ছিল ১০.২°সেলসিয়াসে।মঙ্গলবার নেমেছে ১০° তে। দিনে রাতে ক্রমাগর পৰ পতন ! কলকাতার রাতে মাত্র ৭২ ঘণ্টায় পারদ পতন ঘটেছে ৫ ডিগ্রি। ইতিমধ্যেই হাওয়া অফিস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি , পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলা সহ রাজ্যের ৮ টি জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে। দার্জিলিঙে হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১.৩ ডিগ্রিতে।
পূর্বেই উত্তরবঙ্গে তুষারপাতের পূর্বাভাস ছিল। তুষারপাত হতে পারে মানেভঞ্জন, সান্দাকফু, ঘুম সহ রাজ্যের উঁচু পার্বত্য এলাকায়। এছাড়াও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কুয়াশার দাপট বাড়তে পারে সাগরদ্বীপ, দীঘা , ডায়মন্ড হারবার সহ উপকূল এলাকায়। কলকাতায় এই নিয়ে টানা ২১ দিনে স্বাভাবিকের চেয়ে নিচে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার পাশাপাশি শৈত্য প্রবাহের সতর্কতা জারি হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও রাজস্থানে। অন্যদিকে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা, দিল্লী ও মধ্যপ্রদেশে।●