যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো:
রিপোর্ট : তিস্তা মন্ডল ● ডিজিটাল উপস্থাপনা : লাবনী দে

কলকাতা ৬ নভেম্বর: বিতর্ক ও রাজনৈতিক তরজার মাঝেই গত মঙ্গলবার অর্থাৎ ৪ নভেম্বর থেকে বাংলায় শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিএলও-রা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী , বুধবার রাত ৮ পর্যন্ত ইতিমধ্যে ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছে গোটা রাজ্যে। এবার অনলাইনেও এই ফর্ম ফিলাপ করা যাবে। ৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে অনলাইনে এই ফর্ম মিলবে বলে জানা যাচ্ছে।
অনলাইনে এনুমারেশন ফর্ম ডাউনলোড করতে গেলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই সেখান থেকে পাওয়া যাবে এই ফর্ম। এছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে মিলবে এনুমারেশন ফর্ম।

অনলাইনের ক্ষেত্রে সম্পূর্ণ ফর্মটি পূরণ করে নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। কর্মসূত্রে যারা ভিন রাজ্যে বা বাইরে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে। এবার অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে ও এই এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারবেন আবেদনকারীরা।●