যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো :
Report by : Tista Mondal ● Digital Editing by : Laboni dey

কলকাতা ,১ নভেম্বর :
জাতীয় নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সূচি অনুসারে মঙ্গলবার অর্থাৎ ৪ নভেম্বর থেকে খাতায়-কলমে বাংলায় শুরু হচ্ছে SIR প্রক্রিয়া। অন্যদিকে সেদিনই কলকাতার রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।SIR এর নাম বাংলার ন্যায্য ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ মমতার ।এরই প্রতিবাদে আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টায়, রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে রাজপথে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে শুরু করে জোড়াসাঁকো পর্যন্ত যাবে এই মিছিল।SIR নিয়ে যেদিন রাস্তায় নামছেন রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্বরা সেদিনই বাড়ি বাড়ি গিয়ে BLO- রা এনিউমারেশন ফর্ম ফিলাপ শুরু করবেন সেদিনই ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ , পুদুচেরি, রাজস্থান , তামিলনাড়ুতে SIR – এর দিনক্ষণ ঘোষণা করে। ২৮ অক্টোবর থেকে বাংলায় SIR প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপাতত প্রশিক্ষণ চলছে BLO দের। ৪ নভেম্বর, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম ফিলাপ পর্ব শুরু করবে BLO কর্মকর্তারা। এটিই মূল পর্ব, প্রত্যেককে এই ফর্ম ফিলাপ করতে হবে। এক্ষেত্রে, ২০০২ সালের SIR – এ নাম না থাকলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১১ টি নথির মধ্যে যে কোনও একটি দেখাতে হবে। এর উপরে নির্ভর করেই তৈরি হবে ভোটার তালিকার খসড়া এবং পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা।
চূড়ান্ত ভোটার তালিকায় কারও নাম না থাকলে তার ভোটাধিকার ও থাকবে না।ইতিমধ্যেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে হুংকার দেওয়া হয়েছে যে একজনও যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তারা বৃহত্তর প্রতিবাদ আন্দোলনে নামবেন ,প্রয়োজনে দিল্লী পর্যন্ত পৌঁছাবে এই আন্দোলনের রেশ।তাই SIR নিয়ে রাজ্য রাজনীতি যে আগামী বেশ কয়েকদিন সরগরম থাকবে তা বলার অপেক্ষা রাখে না।