যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো : আভাস কুমার গাঙ্গুলী,,,হ্যা ১৯২৯ এর চৌঠা আগস্ট জন্মগ্রহণ করা আইনজীবী কুঞ্জলাল গাঙ্গুলী ও গৌরি দেবীর এই কনিষ্ঠ সন্তানটিই ভারতবর্ষের জনপ্রিয়তম কিংবদন্তি গায়ক “দ্যা ওয়ান এন্ড ওনলি” কিশোর কুমার,,শুধু কি গায়ক! না ,,তিনি ছিলেন বিরলতম প্রতিভার অধিকারী ,,,গায়ক,,নায়ক,অভিনেতা,সুরকার ,গীতিকার ,প্রযোজক,,,ভাবা যায়!!
১৯৪৬সালে অভিনয়ে প্রথম আত্মপ্রকাশ শিকারী ছবিতে,,,মোট ২২ টি ছবিতে অসামান্য অভিনয় এর মাধ্যমে কখনও দর্শকদের হাসানো কখনও কাঁদানো,,, কিশোরের সঙ্গীত জগতে প্রবেশ ১৯৪৯ এ দেবানন্দের জিদ্দি ছবির মাধ্যমে ,,,গানটি ছিল মরনে কি দুয়া কিউ মাঙ্গু,,তার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি,,,খ্যাতির এভারেস্টে পৌঁছেছিলেন তিনি ,,,বাংলা হিন্দি সোলো ডুয়েট মিলিয়ে মোট ২৭০৩ টি গান ,,,শচীন দেব বর্মন,কল্যাণজি আনন্দজি , লকশ্মীকান্ত প্যারেলাল, বাপ্পী লাহিড়ী,রবীন্দ্র জৈন,রাহুল দেব বর্মন প্রমুখ বিখ্যাত সুরকারদের সুরে গেয়েছেন অজস্র সুপারহিট গান,,,
তার সময়ের সুপারস্টার নায়কদের সাফল্যের পিছনে সিংহভাগ অবদান ছিল তার ,,,তাদের জন্য তিনি গেয়েছেন অসংখ্য সুপারহিট গান,,দেবানানদের লিপে ১১৯ টি,রাজেশ খান্নার লিপে ২৪৫ টি,জিতেন্দ্র লিপে ২০২ টি এবং অমিতাভ বচ্চনের লিপে ১৩১ টি গান গেয়েছেন তিনি,,পেয়েছেন অসখ্য পুরস্কার ,,,তার মধ্যে 8 বার ফিল্ম ফেয়ার আওয়ার্ড,,যে রেকর্ড আজও কেউ স্পর্শ করতে পারে নি ,,,
জীবনের শেষ গান রেকর্ড করেছিলেন ,, ১০ অক্টোবর , ১৯৮৭ ,,গানটি ছিল তুম হি তো হো,,,তার ৩ দিন পরই,, ১৩ অক্টোবর চলে গেলেন কিশোর,,,,,,কিন্তু মুছে কি গেলেন ??? না ,,,আজও তিনি জনপ্রিয়তার শিখরে,,হ্যা বর্তমান প্রজন্মের কাছেও,,,
তিনি যে চির কিশোর,,
হ্যা ,তুম হি তো হো,,,